299 টাকা প্ল্যানে 3GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।
299 টাকার নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে Vodafone
প্রিপেডে আরও একটি নতুন প্ল্যান নিয়ে এল Vodafone। এই প্ল্যানে 3GB ডেটা ব্যবহার করা যাবে। 299 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন। নতুন এই প্রিপেড প্ল্যানের মাধ্যমে Airtel ও Jio কে চ্যানেঞ্জ ছুঁড়ে দিল Vodafone।
299 টাকা প্ল্যানে 3GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন। এই প্ল্যানের সাথে থাকছে মোট 1000 টি SMS ব্যবহারের সুবিধা। 70 দিনে এই পরিমান SMS করা যাবে।
এই প্ল্যানে উল্লেখযোগ্য দিনে 3GB ডেটার পরিবর্তে 70 দিনে মোট 3GB ডেটা পাওয়া যাবে। একই সময়ে মোট 1000 SMS ব্যবহার করা যাবে। যে সব গ্রাহক কম ডেটা ও বেশি ভয়েস কল ব্যবহার করেন তাদের জন্য আদর্শ 299 টাকার নতুন Vodafone প্ল্যান।
এছাড়াও সম্প্রতি 229 টাকা প্ল্যান লঞ্চ করেছিল Vodafone। সেই প্ল্যানে দিনে 2GB দেটা ব্যবহার করা যাবে। সাথে রয়েছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করার সুবিধা। অনেক বেশি ডেটা পাওয়া গেলেও 229 টাকা Vodafone প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability