New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!
আপনি নতুন আধার অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারবেন। আপনার আধার কোথায় ও কখন ব্যবহার হয়েছে, তাও দেখতে পাবেন অ্যাপে পরিবারের একাধিক সদস্যের আধার কার্ড স্টোর করা যাবে। অ্যাপের সাহায্যে ডিজিটালভাবে QR কোডের মাধ্যমে তৃতীয় পক্ষকে তথ্য দিতে পারবেন। যদি কোনও কাজে শুধু নাম এবং ছবির প্রয়োজন পড়ে, তাহলে ঠিকানা বা জন্মতারিখ লুকিয়ে রাখতে পারবেন।