সম্প্রতি প্রিপেড ট্যারিফের দাম বাড়ানোর ঘোষণা করেছিল Jio। বুধবার নতুন অল-ইন-ওয়ান প্ল্যান নিয়ে এল মুকেশ আম্বানির কোম্পানি। শুক্রবার থেকে নতুন প্ল্যান কার্যকর হবে।
চলতি সপ্তাহে নতুন প্রিপেড প্ল্যান ঘোষণা করেছে Airtel ও Vodafone Idea। 3 ডিসেম্বর থেকে এই দুই নতুন প্ল্যানগুলি কার্যকর হয়ে গিয়েছে। Airtel ও Vodafone Idea-র নতুন রিচার্জে কী পার্থক্য? দেখে নিন।