অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন 2026 সাল নাগাদ বাজারে আসতে পারে। এটি বুক স্টাইলের ফোল্ডিং ডিজাইন অনুসরণ করবে। অর্থাৎ এতে ডুয়াল স্ক্রিন থাকবে যা একটি কব্জা দিয়ে যুক্ত। অনেকটা বইয়ের মতো দেখতে হবে। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা থাকবে। কভার ডিসপ্লে ও প্রাইমারি স্ক্রিনে একটি করে মোট দু'টি ক্যামেরা মিলবে।
অ্যাপলের ফোল্ডেবল আইফোন ভাঁজ করা অবস্থায় 9.2 মিমি পুরু ও খোলা অবস্থায় 4.6 মিমি হতে পারে। ফাঁস হওয়া একটি রিপোর্টে বলা হয়েছে, এতে অ্যালুমিনিয়াম অ্যালয় মিডল ফ্রেম ও ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
সম্প্রতি Samsung তাদের ফোল্ডেবেল ডিসপ্লের নমুনা Apple দপ্তরে পাঠিয়েছে। Galaxy Fold লঞ্চের পর থেকে ফোল্ডেবেল ডিভাইস লঞ্চের জন্য Apple এর উপরে চার বাড়তে শুরু করেছিল।