নতুন MacBook Air এর প্রধান আকর্ষন 13.3 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এই ডিসপ্লে আগের থেকে 48 শতাংশ বেশি রঙিন। এছাড়াও ডিসপ্লের চারপাশের বেজেল আগের থেকে 50 শতাংশ পাতলা। থাকছে স্টেরিও স্পিকার।
তিনটি নতুন iPhone এর সাথেই লঞ্চ হবে একটি নতুন iPad Pro, বড় ডিসপ্লের Apple Watch, রেটিনা ডিসপ্লের MacBook Air, নতুন Mac mini ডেস্কটপ কম্পিউটার আর AirPower ওয়্যারলেস চার্জার।
নতুন 5.8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লের iPhone XS এর ছবি প্রকাশিত হয়েছে। নতুন সোনালী রঙে এই দুটি ফোন দেখা গিয়েছে। অন্য এক রিপোর্টে Apple Watch Series 4 এর ছবি প্রকাশিত হয়েছে।