Xiaomi Black Shark 2 এর দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে। 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই টাকা খরচ হবে। Black Shark 2 গেমিং ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর Liquid Cool 3.0 প্রযুক্তি।
গেম খেলার সময় Black Shark Helo ফোনের প্রসেসারকে ঠান্ডা রাখতে এই ফোনে দুটি পাইপের মাধ্যমে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে। এছাড়াও ভালো কানেক্টিভিটর জন্য এই ফোনে থাকছে অতিরিক্ত অ্যান্টেনা।