চাঁদ ও সূর্যের মাঝে এক সরলরেখায় পৃথিবী চলে এলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পরে। এই মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণ নামে পরিচিত। পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে গেলে সেই ঘটনাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে। এর পরে আবার 2021 সালের 26 জুন দেখা যাবে পূর্ঙরাস চন্দ্রগ্রহণ। 2018 সালের 27 জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।
শুক্রবার রাত 11টা 44 মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত 1টায়। রাত 1টা 15 মিনিট থেকে 2টা 43 মিনিট পর্যন্ত পৃথিবীর ছায়ার সম্পূর্ণ পিছনে থাকবে চাঁদ।