নির্বাচিত প্ল্যানের সাথে বিনামূল্যে Hotstar Premium সাবস্ক্রিপশন দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। সম্প্রতি নতুন একটি ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছে BSNL। Super Star 500 গ্রাহকরা বিনামূল্যে Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন।
49 টাকা আর 399 টাকা প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। 499 টাকা প্ল্যানে থাকছে দিনে 3GB ডেটা। আন্দামান ও নিকোরব সার্কেল ছাড়া গোটা দেশের BSNL গ্রাহকরা এই তিনটি প্ল্যান ব্যবহার করতে পারবেন।
ব্রডব্যান্ডে সব প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক অফার নিয়ে এল BSNL। এক বছরের সব ব্রডব্যান্ড প্ল্যানে এই অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থাটি। ডিসেম্বর মাসেও একই অফার নিয়ে এসেছিল। আবার একই অফার নিয়ে হাজির BSNL।
BSNL এর কলকাতা ওয়েবসাইটে জানানো হয়েছে একসাথে 1 বছর 2,499 টাকা প্ল্যান সাবস্ক্রিপশন এর থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক। এছাড়াও অন্তত এক মাস এই প্ল্যান ব্যবহার করতে হবে গ্রাহককে।
আনলিমিটেড ব্রডব্যান্ড প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করল BSNL। নতুন প্ল্যানগুলিতে ডাটা ব্যবহারের দৈনিক লিমিট শুরু হয়েছে। আগে এই প্ল্যানগুলিতে কোন দৈনিক লিমিট ছিল না। তবে দৈনিক লিমিট যোগ কোম্পানির হলেও আনলিমিটেড প্ল্যানগুলিতে আগের থেকে ছয় গুন পর্যন্ত বেশী ডাটা দিচ্ছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা।
শুরুতে শুধুমাত্র বড় শহরগুলিতে 4G পাওয়া গেলেও আজকাল গ্রমীন ভারতেও সহজেই মেলে হাই স্পিড এই মোবাইল নেটওয়ার্ক। তবে 4G নেটওয়ার্ক পাওয়ার বিষয়ে সারা ভারতে এক নম্বরে রয়েছে কলকাতা।
আগে 699 টাকার প্ল্যানে 10 Mbps স্পিডে গ্রাহকরা মাসে 100GB ডাটা ব্যবহার করতে পারতেন। এবার একই দামে গ্রাহক 20 Mbps স্পিডে 700GB ডাটা ব্যবহার করতে পারবেন।