একই দামে ব্রডব্যান্ডে ছয় গুণ বেশি ডাটা দিচ্ছে BSNL
আনলিমিটেড ব্রডব্যান্ড প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করল BSNL। নতুন প্ল্যানগুলিতে ডাটা ব্যবহারের দৈনিক লিমিট শুরু হয়েছে। আগে এই প্ল্যানগুলিতে কোন দৈনিক লিমিট ছিল না। তবে দৈনিক লিমিট যোগ কোম্পানির হলেও আনলিমিটেড প্ল্যানগুলিতে আগের থেকে ছয় গুন পর্যন্ত বেশী ডাটা দিচ্ছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা।