299 টাকা ব্রডব্যান্ড প্ল্যান নতুন করে সাজানোর পরে আনলিমিটেড ব্রডব্যান্ড প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করল BSNL। নতুন প্ল্যানগুলিতে ডাটা ব্যবহারের দৈনিক লিমিট শুরু হয়েছে। আগে এই প্ল্যানগুলিতে কোন দৈনিক লিমিট ছিল না। তবে দৈনিক লিমিট যোগ কোম্পানির হলেও আনলিমিটেড প্ল্যানগুলিতে আগের থেকে ছয় গুন পর্যন্ত বেশী ডাটা দিচ্ছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা। 675, 845, 999, 1,199, 1,495, 1,745 আর 2,295 টাকা প্ল্যানে বদল এনেছে BSNL। 2295 টাকা প্ল্যানে দিনে 35GB ডাটা ব্যবনহার করা যাবে।
আরও পড়ুন: পুরনো স্মার্টফোন কিনলে বিপুল ক্যাশব্যাক দিচ্ছে Jio
675 টাকা প্ল্যানে দিনে 5GB ডাটা ব্যবহার করা যাবে। অর্থাৎমাসে মোট 150GB ডাটা ব্যবহার করা যাবে। 675 টাকা প্ল্যানে 10 Mbps স্পিড পাওয়া যাবে। আগে এই প্ল্যানে 35GB ডাটা পাওয়া যেত। দিনে 5GB ডাটার সাথেই এই প্ল্যানে সারা ভারতের যে কোন নম্বরে বিনামূল্যে ফোন করা যাবে।
845 টাকা প্ল্যানে 10Mbps স্পিডে দিনে 10GB ডাটা ব্যবহার করা যাবে। ফলে এই প্ল্যানে 300 GB ডাটা ব্যবহার করা যাবে। আগে 845 টাকা প্ল্যানে মাসে 50GB ডাটা ব্যবহার করা যেত। সাথে থাকছে ভারতের যে কোন নম্বরে বিনামূল্যে ফোন করার সুবিধা। 999 টাকা ও 1199 টাকা প্ল্যানে যথাক্রমে দিনে 15GB ও 20GB ডাটা ব্যবহার করা যাবে। এই দুটি প্ল্যানে 10 Mbps কানেকশান স্পিড পাওয়া যাবে।
আরও পড়ুন: প্রিপেড রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone
1495 টাকা প্ল্যানে আগে মাসে 140GB ডাটা ব্যবহার করা যেত। এখন এই প্ল্যানে দিনে 25GB ডাটা ব্যাবহার করা যাবে। অর্থাৎ এই প্ল্যানে মাসে সর্বোচ্চ 750GB ডাটা ব্যবহার করা যাবে। 2295 টাকা প্ল্যানে দিনে 35GB ডাটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 200GB ডাটা ব্যবহার করা যেত। এই প্ল্যানে 24Mbps কানেকশান স্পিড থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন