কেন Apple প্রোডাক্ট 'বয়কট' করার ডাক দিল চিন?
মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে চিনা কোম্পানি Huawei এর হার্ডওয়্যার, সফটওয়্যার লেনদেন বন্ধ করেছে Google এর পেরেন্ট কোম্পানি Alphabet। এর পরেই ক্ষোভে ফেটে পরেন চিনের সাধারন মানুষ। সব ধরনের মার্কিন প্রোডাক্ট বর্জন করার আহ্বান জানানো হয়।