স্মার্টফোনে স্টোরেজ কমে আসছে? এই টোটকায় মিলবে সমাধান
প্রয়োজনের সময় স্মার্টফোনে স্টোরেজের সমস্যা জীবন ওষ্ঠাগত করে তুলতে পারে (Smartphone storage problem solve)। আজকাল বেশিরভাগ স্মার্টফোনের ন্যুনতম 32GB স্টোরেজ থাকলেও এই সমস্যা থেকে রেহাই মিলছে না। শুধুমাত্র স্টোরেজ ক্লিন না করে এই সমস্যার গভীরে গিয়ে সমাধান মিলবে কীভাবে? দেখে নিন।