মেরটের শ্রদ্ধাপুরি এলাকার তাক্সিলা পাবলিক স্কুলের নির্বাচন কেন্দ্রে নির্বাচনী এজেন্ট এই অ্যাপ ব্যবহার করে 300 জন নাগরিককে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন।
নির্বাচন কমিশন আধিকারিক ধীরেন্দ্র প্রধান সাংবাদিকদের জানিয়েছেন, শুধুমাত্র Facebook থেকে 500 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট হয়েছে। WhatsApp থেকে ডিলিট হয়েছে একটি পোস্ট আর দুটি পোস্ট ডিলিট করেছে Twitter।
cVIGIL নামে এই অ্যাপ ব্যবহার করে যে কোন নাগরিক দেশের যে কোন জায়গায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানাতে পারবেন। সব অভিযোগ ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যাবস্থা নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে কমিশন।