খুব শীঘ্রই Ola Electric একটি নতুন ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে। কোম্পানি বিগত বুধবার নিশ্চিত করে জানিয়েছে নতুন ইলেকট্রিক স্কুটারগুলি সামনের সপ্তাহে লঞ্চ করা হবে। কোম্পানির CEO, Bhavish Aggarwal বলেছে যে, তাদের নতুন ইলেকট্রিক স্কুটারগুলি গুণগত মান এবং ডিজাইনের ক্ষেত্রে উন্নতমানের হবে এবং সাশ্রয়ী মূল্যে বাজারে পাওয়া যাবে
ইলেকট্রিক রিক্সায় ডেলিভারি শুরু করবে Amazon India। Amazon জানিয়েছে 2025 সালের আগে ডেলিভারির জন্য গোটা দেশের রাস্তায় 10,000 ইলেকট্রিক রিক্সা ও গাড়ি নামানো হবে।