সম্প্রতি ইনফিনিক্স বিশ্বের বাজারে লঞ্চ করেছে একটি নতুন স্মার্টফোন Infinix Note 50 Pro+ 5G, সাথে আরো দুটি হ্যান্ডসেট লঞ্চ করা হয়েছে কিন্তু এটি শুধুমাত্র ইন্দোনেশিয়ায় উপলব্ধ আছে Infinix Note 50 এবং Infinix Note 50 Pro
এই মুহূর্তে 7,000 টাকার নীচে বাজারে রয়েছে একাধিক স্মার্টফোন। Redmi 8A, Nokia 5.1 Plus, Redmi 7, Realme C2, Infinix Note 5 সহ এই বাজেট সেরা পাঁচটি স্মার্টফোনগুলি দেখে নিন।
বাজেট সেগমেন্ট এই মুহুর্তে ভারতের সবথেকে বড় স্মার্টফোন বাজার। এই সেগমেন্টের দখল নিতে নিয়মিত নতুন স্মার্টফোন লঞ্চ করছে জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারি সংস্থাগুলি। এক নজরে ভারতের বাজারে 7,000 টাকার নীচে সেরা তিনটি স্মার্টফোন দেখে নিন।
সম্প্রতি বাজেট সেগমেন্টে সবথেকে বেশি ফোন লঞ্চ হয়েছে ভারতে। তাই নতুন ফোন কেনার আগে ঘাবড়ে যাচ্ছেন গ্রাহক। বাজেট যদি হয় দশ হাজারের কম তবে এই ফোনগুলি দেখে নিতে পারেন।