লেনোভো যোগা প্রো ৭আই ভারতে লঞ্চ হয়েছে, এতে ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর, এনভিডিয়া আরটিএক্স ৪০৫০ জিপিইউ এবং ১৪.৫ ইঞ্চি ওএলইডি স্ক্রিন রয়েছে। এর মূল্য ১,৪৯,৯৯৯ টাকা থেকে শুরু।
ইনফিনিক্স জিরোবুক আল্ট্রা ২৭ জুন ভারতে লঞ্চ হতে যাচ্ছে। এতে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর, ইন্টেল এআই বুস্ট টেকনোলজি এবং ১৫.৬ ইঞ্চি ফুল-HD ডিসপ্লে রয়েছে।