iQOO কোম্পানী ঘোষণা করেছে যে তারা তাদের একটি নতুন হ্যান্ডসেটের সিরিজ চীনে আগামী 29সে নভেম্বর লঞ্চ করবে। সিরিজটি হল iQOO Neo 10। আসন্ন সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে গঠিত - একটি বেস মডেল iQOO Neo 10 এবং অন্যটি iQOO Neo 10 Pro। লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি কোম্পানী এটির রঙের বিকল্পগুলিও প্রকাশ করেছে