MediaTek Daimensity 9400 চিপসেটের সাথে আসতে চলেছে iQOO Neo 10 সিরিজ
iQOO কোম্পানী ঘোষণা করেছে যে তারা তাদের একটি নতুন হ্যান্ডসেটের সিরিজ চীনে আগামী 29সে নভেম্বর লঞ্চ করবে। সিরিজটি হল iQOO Neo 10। আসন্ন সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে গঠিত - একটি বেস মডেল iQOO Neo 10 এবং অন্যটি iQOO Neo 10 Pro। লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি কোম্পানী এটির রঙের বিকল্পগুলিও প্রকাশ করেছে