Redmi Note 6 Pro ফোনে নতুন আপডেট পৌঁছাতে শুরু করল। MIUI 10.3.2 গ্লোবাল স্টেবেল আপডেটের হাত ধরে এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম পৌঁছালো। নতুন অ্যানড্রয়েড আপডেটের সাথেই Redmi Note 6 Pro ফোনে যোগ হয়েছে এপ্রিল মাসের অ্যানড্র্যেড সিকিউরিটি প্যাচ।
MIUI 10.0.4.0.OEJMIFH আপডেটের সাইজ 592 MB। এই আপডেটের সাথেই থাকবে অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচ। Poco F1 ফোনের Settings > About phone > System updates > Check for updates এ গিয়ে আপডেট চেক করে নেওয়া যাবে।