Motorola Edge 60 একটি সলিড মিড-রেঞ্জ মোবাইল হিসাবে ভারতে বিক্রি হতে চলেছে। 50MP সেলফি ক্যামেরা, সর্বোচ্চ স্তরের জলরোধী ব্যবস্থা, ও সংস্থার নিজস্ব AI স্যুট রয়েছে নতুন ফোনটিতে।
খুব শীঘ্রই চীনের বাজারে লঞ্চ হতে পারে Motorola কোম্পানীর একটি নতুন স্মার্টফোন Motorola Edge 60s। Motorola Edge 60s মডেলটির MediaTek Dimensity 7400 SoC দ্বারা চালিত হবে। কোম্পানি সম্প্রতি মডেলটির ডিজাইন প্রকাশ করেছে