খুব শীঘ্রই লঞ্চ হতে পারে অতি প্রত্যাশিত OnePlus 13R
OnePlus কোম্পানী খুব শীঘ্রই তাদের একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যেটি হলো OnePlus 13R।কোম্পানি নিজে থেকে হ্যান্ডসেটটি সম্পর্কে কিছু ঘোষণা না করলেও সম্প্রতি OnePlus 13R হ্যান্ডসেটটি একটি বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে এবং ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানির আসন্ন হ্যান্ডসেটটির বিভিন্ন আকর্ষণীয় স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে, যা থেকে আমরা ফোনটির আনুমানিক বৈশিষ্ট্যগুলি জানতে পারি