স্মার্টফোন সেলে মেগা অফার, 3,000 টাকা ডিসকাউন্ট 7,400mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের অনবদ্য ফোনে
Axis ব্যাঙ্ক বা HDFC ব্যাঙ্কের কার্ডে OnePlus 15-এর দাম মেটালে 3,000 টাকা ডিসকাউন্ট মিলবে। সংস্থা এই ফোনে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি অফার করছে। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে আছে 165 হার্টজ রিফ্রেশ রেট, 120 FPS-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 7,400mAh ব্যাটিরি, জল ও ধুলো থেকে সর্বোচ্চ স্তরের প্রটেকশন, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ইত্যাদি।