OnePlus 7 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। এই ফোনের রয়েছে 6.67 ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর Adreno 640 GPU।
OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 7। এই ফোনে লেটেস্ট Snapdragon 855 চিপসেট থাকার খবর নিশ্চিত করেছে চিনের কোম্পানিটি। তবে নতুন ফোনেও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করছে না OnePlus।