OnePlus Open-এর উত্তরসূরী হিসেবে উন্মোচিত হতে পারে-OnePlus Open 2
OnePlus খুব শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সেই বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। আশা করা যাচ্ছে হ্যান্ডসেটটি সামনের বছরে লঞ্চ করা হবে। এর আগে কোম্পানি OnePlus Open লঞ্চ করেছিল।
OnePlus Open 2 হ্যান্ডসেটটি সম্মন্ধে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে, যেমন বলা হয়েছে এটি একটি Snapdragon 8 Elite চিপসেট পাবে