Oppo Reno 13 5G চলতি বছরের শুরুতে 37,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম ছিল। এখন এটি অ্যামাজনে 23,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, 14,000 টাকা দাম কমেছে। আবার 3,799 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।