Poco C85 5G: বাজেট ফোনে এত সুন্দর ডিজাইন! বাজার কাঁপাতে আসছে পোকো
ব্র্যান্ডের দাবি, Poco C85 5G একবার চার্জ দিলে 29 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, 23 ঘন্টা WhatsApp, এবং 106 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে। ফুল চার্জ থাকলে ইনস্টাগ্রামে 16 ঘন্টা রিলস দেখা যাবে। ফোনটির তিনটি রঙেই ডুয়াল-টোন ব্যাক প্যানেল এবং উল্লম্বভাবে পোকো ব্র্যান্ডিং আছে। তবে পাওয়ার ব্ল্যাক মডেলে গ্রেডিয়েন্ট স্টাইলে পোকোর লোগো দেখা যাচ্ছে।