মঙ্গলবার ভারতীয় সময় বিকাল 5টা 30মিনিটে Poco F2 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে।
Poco F2 ফোনে চলবে Android Pie। এছাড়াও Poco F2 এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট। Poco F1 ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছিল। যদিও অনেকে Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট আশা করেছিলেন।
Poco F1 ভারতে লঞ্চ হয়েছিল 2018 সালের অগাস্ট মাসে। মাত্র 20,999 টাকায় লিকুইড কুলিং টেকনোলজি সহ Snapdragon 845 চিপসেট দিয়ে ভারতবাসীর মন জিতেছিল Poco F1। সোমবার ভারতে Poco প্রধান সি মনমোহন টুইটারে নতুন Poco স্মার্টফোন লঞ্চের খবর জানিয়েছেন।