Poco M7 Plus 5G এর ব্যাটারি যদি অ্যাডভ্যান্টেজ হয়, তাহলে নিঃসন্দেহে বাহ্যিক দিক থেকে ডিজাইন নজর কাড়তে চলেছে। ক্যামেরা মডিউল অনেকটা F7 5G মডেলটির কায়দায় বানানো হয়েছে। ব্যাক প্যানেলের চারপাশে লাল ও নীল রঙের বর্ডার রয়েছে।
ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো Poco কোম্পানীর একটি নতুন হ্যান্ডসেট Poco M7 5G। হ্যান্ডসেটটি Poco কোম্পানীর Poco M7 Pro 5G হ্যান্ডসেটটির লাইনআপে যুক্ত হয়েছে। Poco M7 5G-হ্যান্ডসেটটি Snapdragon 4 Gen 2 SoC দ্বারা চালিত। এটিতে 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে