খুব শীঘ্রই Redmi K90 Pro-হ্যান্ডসেটটি লঞ্চ করা হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। Redmi K90 Pro-হ্যান্ডসেটটির বিবরনগুলি ইতিমধ্যেই অনলাইনে দেখতে পাওয়া গিয়েছে। হ্যান্ডসেটটি একদম নতুন Snapdragon 8 Elite 2 চিপসেট নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। Redmi K80 Pro-ফোনটি বিগত বছরের নভেম্বর মাসে চীনে লঞ্চ করা হয়েছে
শাওমি কোম্পানি খুব সম্ভবত একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে,যেটির মধ্যে 7000mAh-ব্যাটারী থাকবে।এই 7000mAh-এর বেশি ক্যাপাসিটি যুক্ত হ্যান্ডসেটটি একদম নতুন Snapdragon 8s Elite-চিপসেট দ্বারা চালিত হতে পারে।তবে কোম্পানি এই সম্মন্ধে এখনও পর্যন্ত কিছু নিশ্চিতভাবে প্রকাশ করেনি,তাই অতিরিক্ত আশা করার পরিবর্তে অপেক্ষা করা উচিত