Amazon -এ শুরু হয়েছে Mi Days sales। এই সেলে সস্তা হয়েছে একাধিক জনপ্রিয় Xiaomi স্মার্টফোন। ভারতে কোম্পানির Redmi ও Mi সিরিজের ফোনগুলিতে ছাড় মিলছে। 6,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে Mi A2 ফোনে। আথে থাকছে ব্যাঙ্ক অফার ও নো-কস্ট ইএমআই এর সুবিধা।
Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা।