বুধবার ভারতে লঞ্চ হয়েছে Redmi Y3। 9,999 টাকা দামে এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। একই দামে ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7। এই ফোনেও রয়েছে 4,000 mAh ব্যাটারি।
Xiaomi –র স্মার্ট বাল্বে থাকছে Amazon Alexa আর Google Assistant সাপোর্ট। 16 মিলিয়ান কালারের Mi LED Smart Bulb 11 বছর চলবে বলে দাবি করেছে চিনের কোম্পানিটি।