স্যামসাং গ্যালাক্সি ইভেন্টে প্রিমিয়াম AI ট্যাবলেট, Galaxy S25 সিরিজের নতুন মডেল সহ বেশ কিছু নতুন ডিভাইস আত্মপ্রকাশ করবে। Samsung Galaxy Tab S11 সিরিজ ও Galaxy S25 FE লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আবার কোম্পানির প্রথম ট্রাই-ফোল্ড ফোনও উন্মোচিত হতে পারে।
Samsung Galaxy S25 FE-তে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 3x অপটিক্যাল জুম সহ 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত হবে।