2023 সালে প্রথম প্ল্যাটফর্ম ফি চালু করেছিল জোমাটো। সেই সময় খরচ হত 3 টাকা। 2024 সালের জানুয়ারিতে সেটা 4 টাকা করা হয়। পরে সাময়িকভাবে ফি 9 টাকা বাড়িয়ে আবার অক্টোবরে কমিয়ে 7 টাকায় আনা হয়। কিন্তু মাসের শেষে প্ল্যাটফর্ম ফি ফের বৃদ্ধি পেয়ে 10 টাকায় পৌঁছয়।
কয়েকদিন আগেই বরোদা ও সুরাটে পরিষেবা শুরু করেছিল Swiggy। গত বছর আমেদাবাদে প্রবেশের পরে গুজরাটে নিজেদের পসার জমিয়ে বসেছে কোম্পানিটি। সুরাটে লঞ্চের আগেই বিপুল সংখ্যক গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছিলেন।