Tecno Pop 8 এর উত্তরসূরী হয়ে লঞ্চ করা হলো নতুন একটি হ্যান্ডসেট Tecno Pop 9 5g। ফোনটি গ্রাহকদের বাজেটের মধ্যে উপলব্ধ হতে চলেছে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6300 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে চলেছে। অসাধারণ ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে আছে ফোনটি। Tecno Pop 9 5g হ্যান্ডসেটটি অ্যামাজনের মাধ্যমে ক্রয় করা যাবে