তবে ভিকেন্ডি ম্যাপ ছাড়াও এই আপডেটে PUBG Mobile এ যোগ হবে একাধিক নতুন ফিচার। ইতিমধ্যেই Steam এ ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলা যাচ্ছে। এর পরেই মোবাইল ভার্সানে চলে এল PUBG। তবে এখনই ভিকেন্ডি ম্যাপ খেলতে পারবেন না।
ভিকেন্ডি ম্যাপের সাথেই PUBG Mobile এ বরফে চলে একাধিক গাড়ি যোগ হবে। এছাড়াও থাকছে ক্রস সার্ভার ম্যাচমেকিং। এই ফিচার অন করলে একই টায়ারে অন্য প্ল্যাটফর্মের খেলোয়াড়দের সাথে PUBG Mobile খেলা যাবে।