Vivo S1 Pro ফোনের ডিসপ্লের উপরে একটি ওয়াটার ড্রপ নচ থাকছে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও Vivo S1 Pro ফোনে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং আর 8GB RAM থাকছে।
4 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Vivo S1 Pro। ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে এই ফোনের জন্য আলাদা পেজ তৈরি হয়েছে। ভারতে Vivo অনলাইন স্টোর ছাড়াও Amazon.in থেকে পাওয়া যাবে নতুন Vivo S1 Pro।
নতুন Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।
অফলাইন স্টোরে Vivo ক্যাশব্যাক অফার দিচ্ছে। পাশাপাশি নো কস্ট ইএমআই বা বিনামূল্যে অ্যাকসেসারিও। এদের মধ্যে রয়েছে Vivo V17 Pro, Vivo V15 Pro, Vivo V15, Vivo S1 ও Vivo Y17। এছাড়াও 1,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এক্সচেঞ্জ করলে।