Vivo V60e ফোনটির ব্যাকে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকবে। এর গোল অরা লাইট LED ফ্ল্যাশ হিসেবে কাজ করতে পারে। সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
ভারতে লঞ্চ হওয়ার আগেই Vivo V60e-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ফোনটির মুখ্য আকর্ষণ 200 মেগাপিক্সেল ক্যামেরা, যা একটি 85 মিমি টেলিফটো লেন্সের সঙ্গে যুক্ত। এতে AI ফোর-সিজন পোট্রেট ও AI ফেস্টিভ পোট্রেট নামে দু'টি বিশেষ ক্যামেরা মোড থাকবে।
V60e 5G স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি Vivo V50e মডেলে উপলব্ধ 5,600mAh ব্যাটারির চেয়েও বড় আপগ্রেড হবে।হ্যান্ডসেটটি তিনটি মেজর Andorid আপগ্রেড এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।