কবে শুরু হচ্ছে Redmi K20 আর Redmi K20 Pro প্রি-বুকিং?
17 জুলাই ভারতে বিক্রি শুরু হবে Redmi K20 আর Redmi K20 Pro। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। লঞ্চের আগেই এই ফোন ভারতে বিক্রি শুরু করবে Xiaomi। 12 জুলাই দুপুর 12 টায় শুরু হবে Redmi K20 আর Redmi K20 Pro আলফা সেল।