2023 এর পর 2024 সালে boAt কোম্পানীর নতুন চমক – boAt Smart Ring।
Photo Credit: Instagram/Boat
এতদিন শুনেছিলেন স্মাটফোন, স্মার্ট- টেলিভিশন এর কথা। এসব কিছুর পাশাপাশি এবার ভারতের বাজারে আসতে চলেছে স্মার্ট রিঙ মানে স্মার্ট আংটি। হ্যাঁ ঠিকই শুনেছেন।শীঘ্রই ভারতের বাজারে boAt কোম্পানী তাদের স্মার্ট রিং আনতে চলেছে।সর্ম্পূণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই রিং টিকে আকর্ষণীয় করে তুলেছে। এর আগে boAt কোম্পানী তাদের বিভিন্ন প্রোডাক্ট দ্বারা সুনাম অর্জন করেছে। এর আগেও 2023 সালের আগস্টে যে boAt স্মার্ট রিং আনা হয়েছিলো , সেটি যথেষ্ট অর্থ সাপেক্ষ ছিল কিন্তু এটি তার তুলনায় অনেক সস্তায় পাওয়া যাবে। 2023 এর যে boAt স্মার্ট রিংটি আছে তার মূল্য 8,999 টাকা এবং সেটি 17.40 মিমি, 19.15 মিমি এবং 20.85 মিমি আকারে বাজারে উপলব্ধ আছে। এর মধ্যে কোম্পানী এটি লঞ্চের তারিখও ঘোষণা করেছেন।
আগামী 20 জুলাই boAt কোম্পানী তাদের Smart Ring আনতে চলেছে। Smart Ring টি 18 জুলাই থেকেই বিভন্ন ওয়েবসাইট দ্বারা pre-booking করা যাবে। যেমন – আম্যাজন, ফ্লিপকার্ট এবং boAt এর অফিসিয়াল ওয়েবসাইট। boAt Smart Ring-টি 5টি আকারের সাথে তিনটি কালারের পাওয়া যাবে।
বর্তমানে এই রিংটির জন্যে 2,999 টাকার বিশেষ লঞ্চ মূল্য নির্ধারন করা হয়েছে।
এটির মধ্যে নজরকারা হেলথ মনিটরিং ফিচার আছে। যেটি রেগুলার ফিটনেস রুটিন কে আপগ্রেড করতে করতে সাহায্য করবে। যার দ্বারা একটি মনুষের হার্ট রেট, ব্লাড অক্সিজেন (SpO2), ঘুম এবং স্ট্রেস লেভেল ট্র্যাক করা যাবে। যে কোনো পরিস্থতিতে হেলথ সম্বন্ধে তথ্য সংগ্রহ করার পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি স্টেইনলেস স্টিল বডি সংযোগে তৈরী করা হয়েছে , যা ব্যবহার করার ক্ষেত্রে খুব সহজ। অন্যদিকে, উন্নত প্রযুক্তি যুক্ত Smart Ring-টির মধ্যে শর্ট-ফর্ম ভিডিও, নেভিগেশনের, মিউজিক প্লেব্যাক, ক্যামেরার প্রযুক্তি সংযুক্ত করা আছে। এছাড়াও এটির মধ্যে SOS caller ফিচার আছে।
Smart Ring-টি তে সাত দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে বলে দাবি করা হয়েছে। যে কোনো জায়গায় চার্জিং এর সুবিধার জন্য,এর সাথে থাকবে পোর্টেবল ম্যাগনেটিক চার্জিং কেস।Ring টিকে জলের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য 54TM Water Resistance প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027