ভারতে নতুন ওয়্যারলেস স্পিকার লঞ্চ করল Boat। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Boat Stone 200A। নতুন স্পিকারে রয়েছে IPX6 ওয়াটার, শক ও ডাস্ট রেসিস্ট্যান্স। Boat Stone 200A তে Amazon Alexa সাপোর্ট থাকছে। নতুন এই ব্লুটুথ স্পিকারের দাম 1,499 টাকা। এই মুহূর্তে এটা ভারতে অন্যতম সস্তা স্পিকার যাতে Amazon Alexa সাপোর্ট রয়েছে।
Boat Stone 200A স্পিকারে IPX6 সার্টিফিকেশন থাকছে। এই স্পিকারের 1.96 ইঞ্চি ফুল রেঞ্জ ড্রাইভারে 3W আউটপুট পাওয়া যাবে। Boat Stone 200A এর ওজন 240 গ্রাম। আর আয়তন 96.5x88x49 মিমি।
কানেক্টিভিটির জন্য Boat Stone 200A স্পিকারে থাকছে Bluetooth 4.1, Aux পোর্ট। চার্জিংয়ের জন্য থাকছে USB পোর্ট। নতুন স্পিকারে একটি 1,500 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। কোম্পানির দাবি এই স্পিকারে এক চার্জে 8 থেকে 10 ঘণ্টা গান শোনা যাবে। এই স্পিকার সম্পূর্ণ চার্জ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগবে।
মিউজিক প্লেব্যাক কন্ট্রোলের জন্য Boat Stone 200A স্পিকারে পাঁচটি বাটন থাকছে। স্মার্টফোনে Boat Lifestyle অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন গ্রাহক। Amazon Alexa ব্যবহারের জন্য স্মার্টফোনে Alexa অ্যাপ ব্যবহার করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন