2018 সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Fitbit Charge 3। অবশেষে এই ফিটনেস ব্যান্ডের দাম ঘোষণা করল Fitbit। অক্টোবর মাসে ভারতে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হওয়ার কথা ছিল। অবশেষে ভারতে বিক্রি শুরু হল Charge 3। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে আপডেটেড ডিসপ্লে, সুইম ট্র্যাকিং সহ একাধিক আকর্ষনীয় ফিচার। অ্যালুমিনিয়াম বডির Charge 3 এর উপরে রয়েছে Gorilla Glass 3 এর সুরক্ষা।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?
অনলাইন ও অফলাইনে বিক্রি হবে Fitbit Charge 3। অফলাইনে Reliance Digital, Croma, Helios সহ সব বর রিটেলারের কাছে পাওয়া যাবে এই ফিটনেস ট্র্যাকার। Fitbit Charge 3 এর দাম 13,990 টাকা। Fitbit Charge 3 স্পেশাল এডিশানের দাম 15,999 টাকা। স্পেশাল এডিশানে রয়েছে NFC।
আরও পড়ুন: কবে বাজারে আসছে Moto G7?
Fitbit Charge 3 তে রয়েছে সুইমপ্রুফ ডিজাইন আর টাচিস্ক্রিন ডিসপ্লে। একবার চার্জ করে সাত দিন ব্যবহার করা যাবে এই ফিটনেস ট্র্যাকার। 24x7 হার্ট রেট সেন্সার ব্যবহার করেছে Fitbit। Fitbit অ্যাপের মাধ্যমে এই ফিটনেস ট্র্যাকার স্মার্টফোনের সাথে কানেক্ট করা যায়। স্পেশাল এডিশানে থাকছে NFC। Fitbit Pay ব্যবহার করে Fitbit Charge 3 স্পেশাল এডিশান ব্যবহার করে পেমেন্ট করা যাবে।
Charge 2 এর ত্থেকে Charge 3 এর ডিসপ্লে 40 শতাংশ বড় আর উজ্জ্বল। Charge 3 তে প্রথম SpO2 সেন্সার ব্যবহার করেছে Fitbit। এই সেন্সারের মাধ্যমে রক্তে অক্সিজেন লেভেল পরিমাপ করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন