Lenovo HX06 এ থাকবে একটি 0.87 ইঞ্চি OLED ডিসপ্লে প্যানেল। এই প্যানেলের রেসোলিউশান 128X32 পিক্সেলস। এই ফিটনেস ট্র্যাকারে ফিটনেস স্ট্যাটিস্টিক্স, সময়, দিন ব্যাটারি ইত্যাদি দেখা যাবে।
ভারতে লঞ্চ হল Lenovo HX06 ফিটিনেস ট্র্যাকার। শুধুমাত্র Flipkart থেকেই এই ফিটনেস ট্র্যাকার কেনা যাবে। এপ্তিল মাসে ভারতে HX03 Cardio ও HX03F Spectra ফিটনেস ট্র্যাকারদুটি লঞ্চ করেছিল Lenovo। এরপরে নতুন HX06 ফিটনেস ট্র্যাকারটি লঞ্চ করল কোম্পানিটি। Lenovo HX06 এ রয়েছে মনোক্রোম OLED ডিসপ্লে। এছাড়াও Lenovo HX06 ফিটনেস ট্র্যাকারটি IP-67 সার্টিফায়েড। Android 4.4 বা তার বেশি অথবা iOS 9 বা তার বেশি যেকোন স্মার্টফোনের সাথে Lenovo HX06 ডিভাইসটি Bluetooth 4.2 এর মাধ্যমে কানেক্ট করা যাবে।
Lenovo HX06 এ থাকবে একটি 0.87 ইঞ্চি OLED ডিসপ্লে প্যানেল। এই প্যানেলের রেসোলিউশান 128X32 পিক্সেলস। এই ফিটনেস ট্র্যাকারে ফিটনেস স্ট্যাটিস্টিক্স, সময়, দিন ব্যাটারি ইত্যাদি দেখা যাবে। এই ফিটনেস ট্র্যাকারে অন্যান্য ফিচারগুলি হল ফুটস্টেপ কাউন্টার, ক্যালোরি কাউন্টার, ও স্লিপ মনিটার। যদিও Lenovo HX06 এ কোন হার্ট রেট মনিটার থাকছে না। Lenovo HX06 এ থাকছে একটি অ্যান্টি স্লিপ মোড। এই মোড ব্যবহার করে ভাইব্রাশানের সাহায্যে ফিটনেস ট্র্যাকারটি আপনাকে ঘুমাতে দেবে না। গাড়ি চালানোর মতো সময়ে এই ফিচার কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
কলারের তথ্য, অ্যালার্ম ক্লক, এর মতো ফিচারগুলি HX06 তে যোগ করেছে Lenovo। Lenovo HX06 এর সাথে থাকছে USB চার্জিং, অ্যান্টি ড্রপ সিলিকন রিস্ট ব্যান্ড, সোশাল মিডিয়া শেয়ারিং ও ফোন ফাইন্ডার ফিচার। Flipkart-এ জানানো হয়েছে Lenovo HX06 এর সাথে এক বছরের ইন্টারন্যাশানাল ওয়্যারিন্টি পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online