Nokia True Wireless Earbuds এর ওজন মাত্র 5 গ্রাম। একবার চার্জ করে চার ঘন্টা গান শোনা যাবে এই ডিভাইসে।
Photo Credit: Nokia
Nokia True Wireless Earbuds এর ওজন মাত্র 5 গ্রাম
গত বছর অক্টোবরে লন্ডনে এক ইভেন্টে লঞ্চ হয়েছিল Nokia True Wireless Earbuds। শুক্রবার ভারতে এল এই ডিভাইস। নোকিয়া ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের ওজন মাত্র পাঁচ গ্রাম। কোম্পানি দাবি করেছে এটাই বাজারে সবথেকে ছোট ট্রু ওয়্যারলেস ইয়ারবাড।
আরও পড়ুন: এল Xiaomi -র নতুন সিকিউরিটি ক্যামেরা, বাইরে বসেই নজরদারি চালাতে পারবেন বাড়িতে
নোকিয়া ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম 9,999 টাকা। Amazon ও Flipkart থেকে কেনা যাবে এই ইয়ারবাড।
এই ওয়্যারলেস ইয়ারবাডের ওজন মাত্র 5 গ্রাম। একবার চার্জ করে চার ঘন্টা গান শোনা যাবে এই ডিভাইসে। এই ওয়্যালেস ইয়ারবাড পকেটে এই ডিভাইস তিনবার ফুল চার্জ করা যাবে। থাকছে Bluetooth v5.0, IPx4 সাপোর্ট। এর ফলে ঘামে ভিজলেও ক্ষতি হবে না এই ইয়ারবাডে। এর সাথেই থাকবে USB Type-C পোসস্ট আর LED ইন্ডিকেটার। ছোট, মাঝারি ও বড় তিনটি আলাদা মাপে পাওয়া যাবে Nokia ট্রু ওয়্যারলেস ইয়ারবাড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lenovo Watch GT Pro Launched With 1.43-Inch Display, SpO2 Monitor: Price, Specifications
Stranger Things Season 5 Volume 2 Now Streaming on Netflix: What You Need to Know
Madden OTT Release Date Revealed: When and Where to Watch John Madden’s Starrer Online?