Realme 10000mAh Power Bank 2-এর দাম 999 টাকা।
Realme 10000mAh Power Bank 2
ভারতে নতুন পাওয়ারব্যাঙ্ক নিয়ে এল Realme। 10,000 mAh ব্যাটারির সঙ্গেই নতুন পাওয়ারব্যাঙ্কে দুই দিকে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। একই সঙ্গে ভারতে নতুন স্মার্টটিভি, স্মার্টওয়াচ ও নতুন ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। সোমবার কোম্পানির ওয়েবসাইট থেকে Realme 10000mAh Power Bank 2 বিক্রি শুরু হয়েছে।
Realme 10000mAh Power Bank 2-এর দাম 999 টাকা। হলুদ ও কালো রঙে এই ডিভাইস পাওয়া যাবে। সোমবার থেকে অনলাইন ও অফলাইন স্টোরে এই পাওয়ারব্যাঙ্ক বিক্রি শুরু হয়েছে।
Realme 10000mAh Power Bank 2-তে দুই দিকে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। থাকছে USB Tupe-A ও USB Type-C সাপোর্ট। থাকছে 10000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। হাই স্পিড চার্জিংয়ের সময় বিপদ এড়াতে থাকছে 13 স্তরের সার্কিট পেওটেকশন সার্কিট।
এই পাওয়ারব্যাঙ্কে থাকছে একটি এলইডি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর পাওয়ারব্যাঙ্কের চার্জ নির্দেশ করবে।
নতুন পাওয়ারব্যাঙ্কের সঙ্গেই সোমবার ভারতে নতুন স্মার্টটিভি, স্মার্টওয়াচ ও নতুন ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে Realme। শীঘ্রই ভারতে এই সব প্রোডাক্ট বিক্রি শুরু হয়ে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Pulls Out Artemis II Rocket to Launch Pad Ahead of Historic Moon Mission