Realme -র প্রথম ফিটনেস ব্যান্ড Realme Band। বৃহস্পতিবার Amazon.in থেকে পাওয়া যাবে এই প্রোডাক্ট।
Realme Band -এর দাম 1,499 টাকা
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme -র প্রথম ফিটনেস ব্যান্ড Realme Band। সপ্তাহের শুরুতেই এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু করেছিল চিনের কোম্পানিটি। বৃহস্পতিবার আবার পাওয়া যাবে এই প্রোডাক্ট। নতুন ফিটনেস ব্যান্ড চার্জ করার জন্য পৃথক কেবেলের প্রয়োজন হবে না। সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে Realme Band চার্জ করা যাবে। থাকছে কালার ডিসপ্লে। একাধিক ফিটনেস ট্র্যাকিং মোডের সঙ্গেই ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে থাকছে বিশেষ ক্রিকেট মোড। Realme Link অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনের সঙ্গে এই ফিটনেস ব্যান্ড কানেক্ট করা যাবে।
Realme Band -এর দাম 1,499 টাকা। কালো, সবুজ ও হলুদ রঙে এই ফিটনেস ব্যান্ড পাওয়া যাবে। আজ দুপুর 12 টায় Amazon.in থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড।
Realme Band -এ রয়েছে 2.4 সেমি টিএফটি এলসিডি ডিসপ্লে। রয়েছে একটি টাচ বাটন। Realme Link অ্যাপ থেকে এই ফিটনেস ব্যান্ডের ডিসপ্লের ব্রাইটনেস পাঁচটি ধাপে নিয়ন্ত্রণ করা যাবে।
আপাতত স্মার্টফোন অ্যাপ থেকে পাঁচটি ওয়াচফেস পরিবর্তন করা যাবে। কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে আরও ওয়াচফেস এসে যাবে।
এই ডিভাইসে রয়েছে পিপিজি অপটিকাল হার্ট রেট সেন্সর। প্রত্যেক পাঁচ মিনিটে হার্ট রেট মাপতে পারবে এই ফিটনেস ব্যান্ড। এছাড়াও থাকছে রিয়েল টাই হার্ট রেট মনিটর।
কার্ভড ডিসপ্লে, ই-সিম সাপোর্ট সহ নতুন স্মার্টওয়াচ নিয়ে এল Oppo
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এছাড়াও রাতের ঘুমের খেয়াল রাখবে Realme Band। একটানা বেশি সময় একই জায়গায় বসে থাকলে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করে দেবে এই ফিটনেস ব্যান্ড।
এই ফিটনেস ব্যান্ডে মোট নয়টি ফিটনেস মোড থাকছে। এছাড়াও স্মার্টফোনের কল ও নোটিফিকেশন ফিটনেস ব্যান্ডে স্ক্রিনে দেখে নেওয়া যাবে। রয়েছে একটি 90mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে ছয় থেকে নয় দিন চলবে এই ডিভাইস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Raat Akeli Hai: The Bansal Murders OTT Release: When, Where to Watch the Nawazuddin Siddiqui Murder Mystery
Bison Kaalamaadan Is Now Streaming: Know All About the Tamil Sports Action Drama