এক চার্জে এক সপ্তাহ চলবে এই স্মার্টওয়াচ।
Photo Credit: Twitter/ RealmeLink
Realme Watch-এ কার্ভড ডিসপ্লে থাকবে
চিনের সংস্থাটি। IP 68 ওয়াটার রেসিস্ট্যান্ট এই স্মার্টওয়াচে থাকবে 1.4 ইঞ্চি ডিসপ্লে। চলতি বছরেই Gadgets 360কে দেওয়া এক সাক্ষাৎকারে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন 2020 সালে ভারতে স্মার্টওয়াচ নিয়ে আসবে সংস্থাটি।
সম্প্রতি কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে স্মার্টওয়াচ লঞ্চের ইঙ্গিত দেওয়া হয়েছে। একই ভিডিও শেয়ার করেছেন মাধব শেঠ।
ভিডিওতে এই স্মার্টওয়াচের আকার দেখে অ্যাপেল ওয়াচের কথা মনে পড়বে। থাকছে কার্ভড ডিসপ্লে। জানানো হয়েছে Realme Watch নামেই বাজারে আসবে এই প্রোডাক্ট।
It's #TimeToBeSmarter.
— realme (@realmemobiles) May 14, 2020
'Watch' this space for more. https://t.co/Z54A0Tl9f8
আগেও Realme Watch লঞ্চ সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। কয়েকটি রিপোর্ট থেকে এই স্মার্টওয়াচের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল।
রিয়েলমি ওয়াচে থাকছে 1.4 ইঞ্চি টিএফটি ডিসপ্লে। সঙ্গে থাকছে 24 ঘণ্টা হার্ট রেট মনিটর। এই স্মার্টওয়াচের নিজস্ব অপারেটিং সিস্টেম চলবে। এক চার্জে সাত দিন পর্যন্ত চলবে এই স্মার্টওয়াচ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lyne Lancer 19 Pro With 2.01-Inch Display, SpO2 Monitoring Launched in India
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch