স্মার্ট টিভি সেগমেনন্টে সমথেকে বেশি প্রোডাক্ট বিক্রি করেছে চিনের কোম্পানি Xiaomi। স্ট্রিমিং স্টিক বিভাগে এক নম্বরে রয়েছে Amazon। ভারতে বিক্রি হওয়া প্রত্যেক 10 টি স্ট্রিমিং স্টিকের 8 টি Amazon Firestick।
এই বছরেই ভারতে স্মার্ট স্পিকারের বাজার 43 শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ইন্টারন্যাশানাল ডাটা কর্পোরেশানের এক রিপোর্টে এই কথা জানা গিয়েছে। এই বিভাগে 59 শতাংশ বাজার দখল করে রয়েছে Amazon Echo সিরিজের স্মার্ট স্পিকারগুলি। এর পরেই দুই নম্বরে রয়েছে Google।
“আপাতত ভারতে স্মার্ট হোম শুরুর পর্যাইয়ে রয়েছে। তাই এই স্মার্টস্পিকারের কাজ সীমিত হয়ে রয়েছে। তবে শিগজ্রই বিনোদনের বাইরেও ব্যবহার হবে এই স্পিকারগুলি।” বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্টারন্যাশানাল ডাটা কর্পোরেশান।
এই বছর ভারতের স্মার্টহোম বাজারে 104 শতাংশ বৃদ্ধি হয়েছে। গত তিন মাসে এই দেশে 14 লক্ষ স্মার্টহোম প্রোডাক্ট বিক্রি হয়েছে।
ভিডিও এন্টারটেনমেন্ট সেগমেন্টে এই বৃদ্ধির পরিমান 81 শতাংশ । এই বিভাগে স্মার্ট টিভি, স্ট্রিমিং স্টিক সেট টপ বক্সের মতো প্রোডাক্টগুলি রয়েছে।
স্মার্ট টিভি সেগমেনন্টে সমথেকে বেশি প্রোডাক্ট বিক্রি করেছে চিনের কোম্পানি Xiaomi। স্ট্রিমিং স্টিক বিভাগে এক নম্বরে রয়েছে Amazon। ভারতে বিক্রি হওয়া প্রত্যেক 10 টি স্ট্রিমিং স্টিকের 8 টি Amazon Firestick।
ভারতের মানুষ আরও বেশি করে অনলাইনে স্ট্রিম করে ভিডিও দেখার সাথেই বড় স্ক্রিনে ভিডিও দেখা শুরু করছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15 Series India Launch Timeline Leaked; Reno 15 Mini Also Expected to Debut