Mi Outdoor Bluetooth Speaker -এর দাম 1,399 টাকা।
Mi Outdoor Bluetooth Speaker -এ 2,000 mAah ব্যাটারি থাকছে
ভারতে লঞ্চ হল Mi Outdoor Bluetooth Speaker। ইতিমধ্যেই Mi.com থেকে এই স্পিকার বিক্রি শুরু হয়েছে। একটি 5W স্পিকার ব্যবহার হয়েছে। থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, এক চার্জে চলবে 20 ঘণ্টা। ইতিমধ্যেই কালো রঙে এই স্পিকার বিক্রি শুরু করেছে Xiaomi।
Mi Outdoor Bluetooth Speaker -এর দাম 1,399 টাকা। ঘোরাফেরার জন্য আদর্শ ছোট্ট এই স্পিকার। থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি। স্পিকারের ভিতরে একটি 2,000 mAah ব্যাটারি থাকছে। কোম্পানির দাবি সম্পূর্ণ চার্জে 20 ঘণ্টা চলবে এই ডিভাইস। চার্জিংয়ের জন্য থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। এছাড়াও থাকছে একটি AUX পোর্ট।
IPX5 রেটেড এই স্পিকারে জলের ছিঁটে লাগতে ক্ষতি হবে না। যদিও জলে ডুবিয়ে দিলে এই স্পিকার খারাপ হবে। স্পিকারের সঙ্গেই রয়েছে একটি স্ট্র্যাপ। থাকছে একটি পাওয়ার বাটন, একটি প্লে বাটন ও একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন। স্মার্টফোন থেকে ফোন করার জন্য থাকছ একটি মাইক্রোফোন।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সোমবার ট্যুইটারে নতুন এই ওয়্যারলেস স্পিকারের ঘোষণা করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। ইতিমধ্যেই Mi.com থেকে বিক্রি শুরু হয়েছে এই ডিভাইস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Pulls Out Artemis II Rocket to Launch Pad Ahead of Historic Moon Mission