সম্প্রতি লঞ্চ হয়েছে Xiaomi Mijia Scooter 1S। সম্পূর্ণ চার্জে 30 কিমি চলবে এই ইলেকট্রিক স্কুটার। থাকছে একটি ডিসি মোটর।
Xiaomi Mijia Scooter 1S -এ থাকছে ডিস্ক ব্রেক ও এবিএস
আরও একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এল Xiaomi। সম্প্রতি লঞ্চ হয়েছে Xiaomi Mijia Scooter 1S। আপাতত চিনে এই প্রোডাক্ট লঞ্চ হয়েছে। ভারতের রাস্তায় এখনও পেট্রলের স্কুটারের রমরমা চললেও বিশ্বের অন্যান্য দেশের রাস্তায় এখন এই ধরনের ইলেকট্রিক স্কুটারের বাড়বাড়ন্ত। ইতিমধ্যেই চিনে এই ধরনের একাধিক স্কুটার বিক্রি করে Xiaomi। Mijia Scooter 1S-এর দাম 1,999 ইউয়ান (21,700 টাকা)। ইতিমধ্যেই চিনের একাধিক ই-কমার্স ওয়েবসাইট থেকে এই স্কুটার বিক্রি শুরু করেছে বেজিংয়ের কোম্পানিটি।
সম্পূর্ণ চার্জে 30 কিমি চলবে এই ইলেকট্রিক স্কুটার। থাকছে একটি ডিসি মোটর। কোম্পানি জানিয়েছে 3,000 ঘণ্টা চলবে এই মোটর। সর্বীচ্চ 25 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটবে Mijia Scooter 1S। থাকছে ডিস্ক ব্রেক ও এবিএস। নতুন এই ইলেকট্রিক স্কুটারের ওজন 12.5 কিলোগ্রাম।
এনার্জি সেভিং, নর্মাল ও স্পোর্টস মোডে চলবে এই স্কুটার। থাকছে একটি ডিজিটাল ডিসপ্লে। সেখানে স্কুটারের গতি ও ব্যাটারি ছাড়াও বিভিন্ন তথ্য দেখে নেওয়া যাবে। এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করে এই স্কুটার তৈরি হয়েছে।
প্রায় 43 হাজার কোটি টাকায় জিও-র 10 শতাংশ মালিকানা কিনল ফেসবুক
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
ছোট্ট এই স্কুটার চালানো শেষ হলে ভাঁজ করে নেওয়া যাবে। ফলে শহরের মধ্যে দৈনন্দিন যাতাযাতের জন্য আদর্শ এই স্কুটার। ইতিমধ্যেই চিনে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে এই স্কুটার বিক্রি শুরু হয়েছে। চিনের বাইরে এই স্কুটার লঞ্চ সম্পর্কে কোন তথ্য জানায়নি কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amy Hennig's Marvel 1943: Rise of Hydra Delayed 'Beyond Early 2026'
Apple Swift Student Challenge to Return in February 2026; Apple Highlights Winning Student Developers' Apps