এন্ড্রয়েড ইউজার্সদের জন্য WhatsApp নতুন বৈশিষ্ট নিয়ে এসেছে. নতুন বিটা আপডেট করার জন্য একটা ফিচার্স এসেছে, অন্যদিকে পাবলিক ভর্জনের জন্য আর একটি ফিচার জারি করা হয়েছে. এপ্প-এ হাই-প্রায়রিটি নোটিফিকেশন ফিচার যুক্ত করা হয়েছে. যার ফলে ব্যবহারকারী পুশ নোটিফিকেশন ফিচার আরও ভালো করে ম্যানেজ করতে পারবে. এটি অনেকটা গত বছরে জারি করা 'পিন্ড চ্যাট'-এর মতো. এই দুটি ফিচার একেবারেই নতুন, যা সম্প্রতি বাজারে এসেছে.
হাই-প্রায়রিটি নোটিফিকেশনের জন্য আপনাকে নোটিফিকেশন সেটিং মেনুতে যেতে হবে. আপনার স্মার্টফোনে যদি এই একই বৈশিষ্ট যুক্ত অন্য কোনো এপ্প থাকে তাহলে নোটিফিকেশন সময়বদ্ধ ঢঙে দেখা যাবে. WhatsApp -এর এই বৈশিষ্টের সাহায্যে আপনি এডমিনকে 'এডমিন' থেকে সরিয়ে দিতে পারেন. এর আগে গ্রূপ এডমিনকে বাকি এডমিনের সাথে কথা বলে সরাতে হত. এখন যেকোনো ব্যবহারকারীর হাতেই এই ক্ষমতা থাকবে.