এন্ড্রয়েড ইউজার্সদের জন্য WhatsApp নতুন বৈশিষ্ট নিয়ে এসেছে. নতুন বিটা আপডেট করার জন্য একটা ফিচার্স এসেছে, অন্যদিকে পাবলিক ভর্জনের জন্য আর একটি ফিচার জারি করা হয়েছে. এপ্প-এ হাই-প্রায়রিটি নোটিফিকেশন ফিচার যুক্ত করা হয়েছে. যার ফলে ব্যবহারকারী পুশ নোটিফিকেশন ফিচার আরও ভালো করে ম্যানেজ করতে পারবে. এটি অনেকটা গত বছরে জারি করা 'পিন্ড চ্যাট'-এর মতো. এই দুটি ফিচার একেবারেই নতুন, যা সম্প্রতি বাজারে এসেছে.
হাই-প্রায়রিটি নোটিফিকেশনের জন্য আপনাকে নোটিফিকেশন সেটিং মেনুতে যেতে হবে. আপনার স্মার্টফোনে যদি এই একই বৈশিষ্ট যুক্ত অন্য কোনো এপ্প থাকে তাহলে নোটিফিকেশন সময়বদ্ধ ঢঙে দেখা যাবে. WhatsApp -এর এই বৈশিষ্টের সাহায্যে আপনি এডমিনকে 'এডমিন' থেকে সরিয়ে দিতে পারেন. এর আগে গ্রূপ এডমিনকে বাকি এডমিনের সাথে কথা বলে সরাতে হত. এখন যেকোনো ব্যবহারকারীর হাতেই এই ক্ষমতা থাকবে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.