WhatsApp says users can animate any photo into a short video
Photo Credit: WhatsApp
ক্যালেন্ডারে বছর শেষ হতে আর 20 দিনও অবশিষ্ট নেই, দেখতে দেখতে এসে গেল 2026 সাল। আর নতুন বছর শুরু হওয়ার আগে, WhatsApp সম্ভবত 2025 সালের শেষ বড় আপডেট নিয়ে হাজির হয়েছে। এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে একঝাঁক নতুন ফিচার্স যোগ করার ঘোষণা হয়েছে। কল, চ্যাট, ও স্ট্যাটাস আপডেটে বেশ কয়েকটি নয়া সুবিধা পাওয়া যাবে। অ্যাপটি মিসড কল মেসেজস নামে একটি ফিচার এনেছে, যা ভয়েসমেলের বিকল্প হিসেবে কাজ করবে। Meta AI ইমেজ জেনারেশন প্রযুক্তিও উন্নত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবির মান আগের তুলনায় অনেক ভাল হবে বলে দাবি করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। চলুন ফিচারগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মিসড কল মেসেজেস: মিসড কল মেসেজেস প্রচলিত ভয়েসমেইলের আধুনিক বিকল্প হিসেবে বর্ণনা করা যায়৷ মনে করুন, হোয়াটসঅ্যাপে পরিচিত কাউকে ভয়েস বা ভিডিও কল করেছেন, কিন্তু ব্যস্ত থাকার জন্য সে কল রিসিভ করতে পারেনি। তাহলে কলের ধরন অনুসারে আপনি এক ট্যাপেই ভয়েস বা ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন। এর জন্য চ্যাট টুলবারে গিয়ে আলাদা করে মাইক্রোফোন বা ক্যামেরা আইকন খুঁজতে হবে না।
ভয়েস চ্যাটে রিয়্যাকশন: ভয়েস চ্যাটের সবথেকে বড় সুবিধা গ্রুপে কাউকে রিং না করেই দ্রুত টেক্সট থেকে লাইভ কথা বলতে সাহায্য করে। এখন ভয়েস চ্যাট চলাকালীন কাউকে থামিয়ে বা বাধা না দিয়ে রিয়্যাকশন দেওয়া যাবে।
গ্রুপ কল স্পিকার স্পটলাইট: গ্রুপ ভিডিও কলেও আপগ্রেড এনেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে গ্রুপ ভিডিও কলে যে কথা বলছে, তাঁকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে হাইলাইট করবে। এতে কে কথা বলছে তা বুঝতে সুবিধা হবে।
উপরের আপডেটগুলো ছিল কল সম্পর্কিত। এবার চ্যাটে আসা নতুনত্বের মধ্যে প্রথমেই Meta AI-এর আপগ্রেডের কথা বলতে হয়। এতে মিডজার্নি ও ফ্লাক্সের ক্ষমতা যুক্ত হয়েছে। ফলে কৃত্রিম ছবির মান উন্নত হবে। এছাড়াও, নতুন আপডেটে হোয়াটসঅ্যাপেই যে কোনও ছবি স্বপ্ল দৈর্ঘ্যের অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করার সুবিধা পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে নতুন মিডিয়া ট্যাব যুক্ত হয়েছে, যা সমস্ত ডকুমেন্ট, লিংক, ও মিডিয়া এক স্থানে খুঁজতে সাহায্য করবে। পাশাপাশি লিংক প্রিভিউ আরও পরিপাটি করা হয়েছে। এছাড়া, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সরাসরি মিউজিক লিরিক্স যোগ করা যাবে। আবার এমন প্রশ্ন পোস্ট করতে পারবেন যা অন্যরা উত্তর দিতে পারবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও অ্যাডমিনরা প্রশ্ন পোস্ট করে ফলোয়ার্সদের সাথে যোগাযোগ বাড়াতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.