অবশেষে Facebook Stories এ WhatsApp Status শেয়ার করার ফিচার যোগ হল। iOS গ্রাহকরা স্টেবেল ভার্সানে এই ফিচার ব্যবহার করতে পারলেও Android গ্রাহকদের এই ফিচার ব্যবহারের জন্য WhatsApp বিটা ভার্সান ব্যবহার করতে পারবেন।
WhatsApp স্ট্যাটাস থেকে শেয়ার করা যাবে Facebook স্টোরি। অনেক দিন ধরেই এই ফিচার পরীক্ষামুলকভাবে শুরু করেছিল মার্কিন কোম্পানিটি। সব WhatsApp বিটা গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন।
2017 সালে প্রথম Instagram স্টোরিজে বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছিল। WhatsApp স্টেটাসে একই ভাবে বিজ্ঞাপন দেখানো হবে। 2020 সাল থেকে এই বিজ্ঞাপন দেখানো শুরু হবে।